শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

পদ্মা সেতুর জন্য দোয়া চাইলেন কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর জন্য দোয়া চাইলেন কাদের

পবিত্র রমজানের শেষ জুমায় পদ্মা সেতু প্রকল্পের  সার্ভিস এরিয়া-২ দোগাছি এলাকার জামে মসজিদে নামাজ আদায় শেষে দেশবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর জন্য বিশেষ দোয়া কামনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নামাজ আদায়ের আগে মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন এবং এ প্রকল্পে কর্মরত শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন, প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং পবিত্র রমজানে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা সামনে পবিত্র ঈদুল ফিতর এসব বিষয় নিয়ে প্রকল্পে কর্মরত সেনা ও সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিষদ আলোচনা ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ সময় মন্ত্রী পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের সব প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের কাজ শিডিউল মাফিক তদারকি ছাড়াও প্রায় প্রতি শুক্রবারে কাউকে কিছু না জানিয়েই ছুটে আসেন প্রকল্প এলাকায়। শিডিউল ছাড়া যখন তিনি পদ্মা সেতু প্রকল্পে আসেন তখন কোনো প্রকার প্রটোকল ছাড়াই এসে সেতুর কাজের নানা বিষয়ে দেখা শুনা করেন এবং এরপর জুমার নামাজের সময় মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে দোগাছির মসজিদে পদ্মা সেতু কাজে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুমার নামাজ আদায় করেন। পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত শ্রমিক মো. সুমন মিয়া জানান, মন্ত্রী জুমার নামাজ আদায় এবং নামাজ শেষে দেশ জাতি এবং বিশেষ করে পদ্মা সেতুর জন্য মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে উপস্থিত শ্রমিক কর্মকর্তা মুসল্লিদের সঙ্গে তিনি দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া চান। যাতে পদ্মা সেতুর কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে গিয়ে যথাসময়ে বাস্তবায়িত হয়।

সর্বশেষ খবর