রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদ জামাতে নাশকতার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

ঈদ জামাতে নাশকতার আশঙ্কা নেই

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেনন, ঢাকা মহানগর পুলিশ এবং র্যাব নিরাপত্তার দায়িত্বে আছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিয়ে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। গতকাল জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনে এসে সাঈদ খোকন বলেন, আশা করছি সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারব। ঈদের জামাত অনুষ্ঠানের জন্য জাতীয় ঈদগাহ ময়দান পুরো প্রস্তুত জানিয়ে মেয়র বলেন, এবার প্রথমবারের মতো ঈদ জামাতের প্যান্ডেলে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ৮৪ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ৫ হাজার নারীও ঈদের নামাজ আদায় করতে পারবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানসহ ২৩০টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী মোহাম্মদ শাহাবুদ্দিনসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর