বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

আনন্দ উৎসবে ঈদ উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক

আনন্দ উৎসবে ঈদ উদ্‌যাপিত

রমজানের মাসব্যাপী রোজা শেষে আনন্দ উৎসবের মধ্যে গত সোমবার সারা দেশে উদ্‌যাপিত হলো মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সারা দেশে ঈদগাহে, মসজিদে ঈদুল ফিতরের নামাজে দেশের শান্তি, স্থিতিশীলতা, কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সব ধরনের অপতত্পরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে খুতবা পাঠ করেন ইমাম সাহেবরা। প্রতিটি জামাত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আর সৌহার্দ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এ বছর কিশোরগঞ্জের শোলাকিয়ার পাশাপাশি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহে। সেখানে একসঙ্গে প্রায় ৫ লাখ মুসল্লির সমাগম হয়। রাজধানীতে ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে মহিলা মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। এখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সবার সঙ্গে কোলাকুলি করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এ জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রথম জামাতে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহের ভিতরে ও বাইরে পরিপূর্ণ হয়ে যায়। বায়তুল মোকারমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীর ৯৩টি ওয়ার্ডে চার শতাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের কূটনীতিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ খবর