বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বর্তমানে যারা মন্ত্রী সবাই অনির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি

বর্তমানে যারা মন্ত্রী সবাই অনির্বাচিত

সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিনা ভোটে ক্ষমতা দখল করা অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের প্রতিটি অপকর্মের বিচার করা হবে। বাড়ি থেকে উচ্ছেদ করে বিএনপিকে দুর্বল করা যাবে না। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। তিনি আরও বলেন, বর্তমানে যারা মন্ত্রী হিসেবে আছেন তারা সবাই অনির্বাচিত। ৫ জানুয়ারি নির্বাচনে ১৫৪টি আসনে কোনো মানুষ ভোট দিতে যায়নি। তারা বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মামলা দিয়ে দুর্বল করে বিভিন্নভাবে ভোটে না যাওয়ার জন্য প্রভাবিত করছে। তিনি আরও বলেন, বাড়ি থেকে উচ্ছেদ করে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা ও চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দিয়ে দলকে দুর্বল করা যাবে না। বিএনপি নির্বাচনে অংশ নেবে। তিনি মঙ্গলবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিক ও নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার (বিএসসি), কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এবং বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা। ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে নিহত জামায়াত কর্মী হেলালের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং কবর জিয়ারত করেন। প্রসঙ্গত, ১৬ জুন রাতে তারাবি নামাজ শেষে বসুরহাট গ্র্যান্ড হোটেলে চা খেতে গেলে পুলিশ জামায়াত কর্মী হেলালসহ তিনজনকে আটক করে। পরে পুলিশের হাত থেকে বাঁচতে হেলাল দৌড় দিলে রাস্তায় পড়ে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর