শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

বাজেট বাস্তবায়নে আরও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন

মানিক মুনতাসির

বাজেট বাস্তবায়নে আরও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন

ড. মির্জ্জা আজিজুল ইসলাম

বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। নতুন ভ্যাট আইন স্থগিত রেখে বাজেট পাস হওয়ায় রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপে থাকতে হবে। বছর শেষে সামগ্রিক বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গতকাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বাংলাদেশ প্রতিদিনের কাছে এ কথা বলেন। তিনি     বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারলে রাজস্ব আদায় সহজ হতো। এখন তা একটু কঠিন হবে। ফলে বছরজুড়ে করজাল বাড়ানোর কাজ করতে হবে। যাদের টিআইএন আছে অথচ রিটার্ন জমা দেন না, তাদের রিটার্ন জমা নিশ্চিত করতে হবে। করের আওতা বাড়াতে নতুন নতুন প্রোগ্রাম হাতে নিতে হবে। আবগারি শুল্ক হারে পরিবর্তন আনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এসেছে। তবে এর কারণেও সরকারের রাজস্ব আদায় কম হবে। এজন্য রাজস্ব ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে বছর শেষে সামগ্রিক বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে থাকবে। বাজেটে নেওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কখনই শতভাগ বাস্তবায়ন হয় না। এবারও হবে না। এটা বাজেটের বড় একটা দুর্বলতা বলে মনে করেন তিনি। সাবেক এই উপদেষ্টা বলেন, করজাল বাড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে করদাতারা হয়রানির শিকার না হন। এতে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনিতেই ব্যবসায়ী ও করদাতারা সব সময় অভিযোগ করেন তাদের হয়রানি করা হয়। ফলে সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এতে প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করা যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের ব্যাপারে তিনি বলেন, বাজেট থেকে এ কাজে অর্থ ব্যয় করাটা অন্যায়। এটা সরকারি অর্থের অপচয়। এতে দুর্নীতিবাজরা উৎসাহিত হয় বলে তিনি মনে করেন। এজন্য এসব ব্যাংকে ভর্তুকি বন্ধের দাবি জানান এই অর্থনীতিবিদ।

 

সর্বশেষ খবর