শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

সরকারের অভিধানে ‘ইমপসিবল’ শব্দ নেই : নসরুল

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারের অভিধানে ইমপসিবল বলে কোনো শব্দ নেই।  ২০১৮ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে। এরইমধ্যে ১৪৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আনীত মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম বলেন, আমরা সেই স্মৃতি ভুলতে পারি না, এরশাদের আমলে কারেন্টের যাওয়া-আসা ছিল না। অতীতে ফিরে যেতে চাই যখন লোডশেডিং ছিল না। নুরুল ইসলাম মিলন বলেন, লোকসান, ভর্তুকির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের দাম বাড়লে জনগণকে চাপ নিতে হয়, কিন্তু দাম কমলেও এখানে স্বস্তি পাচ্ছে না জনগণ। অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অতীতে কীভাবে ভালো ছিলাম, তা জানি না। আমরা বেদনার জায়গায় যেতে চাই না। ১২ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ ছিল না, সে জায়গায় যেতে চাই না। বর্তমান সরকারের আমলে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, অতীতের সরকার দুর্নীতির কারণে ‘খাম্বা সরকার’ টাইটেল পায়, বর্তমান সরকার সে জায়গা থেকে বের হয়ে এসেছে।

সর্বশেষ খবর