শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ৫৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ৫৬৬ কোটি টাকা

সুইজারল্যান্ডের বাণিজ্যিক ব্যাংকগুলোয় (সুইস ব্যাংক) গোপনে সঞ্চয় করার ক্ষেত্রে অন্যান্য দেশের ব্যবসায়ীদের আস্থা কমলেও বেড়েছে বাংলাদেশিদের। গত এক বছরের ব্যবধানে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের জমানোর পরিমাণ বেড়েছে ১ হাজার ১৪৯ কোটি টাকা। ২০১৬ সালে এই ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৬ কোটি। সুইস ব্যাংক প্রকাশিত তথ্যমতে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বাংলাদেশ থেকে অর্থ জমানোর পরিমাণ ১৯ শতাংশ বেড়েছে।     

২০১৫ সালে সু্ইচ ব্যাংকে বাংলাদেশ থেকে জমানোর পরিমাণ ছিল ৪ হাজার ৪১৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, দেশে জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র দেড় বছর। ফলে টাকা পাচারের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় এবং নিরাপত্তার অভাবে পুঁজি চলে যায় অন্য দেশে। উচ্চ করহারের কারণে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে আমদানি-রফতানির নামেও বিপুল অর্থ পাচার হয়। এ ছাড়া দেশ থেকে নির্বাচনের আগমুহূর্তে টাকা পাচারের পরিমাণ বেড়ে যায়। তারা আরও জানান, রাজনৈতিক অস্বস্তির কারণেও অনেকে টাকা পাচার করে থাকেন। বিশেষ করে নির্বাচনের আগে টাকা পাচারের পরিমাণ বেড়ে যায়।

সর্বশেষ খবর