শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনাকে অভিনন্দন

প্রতিদিন ডেস্ক

বিশ্বের ১৮ নারী রাষ্ট্রনায়কের জনকল্যাণমূলক কর্মের স্বীকৃতির প্রতিচ্ছবি ঘটাতে মার্কিন লেখক-মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদের গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসার ঘটনাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। খবর : এনআরবি নিউজের।

গত বৃহস্পতিবার প্রদত্ত বিবৃতিতে ড. সিদ্দিক বলেছেন, ‘এর মধ্য দিয়ে আরও একবার জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটল আন্তর্জাতিক অঙ্গনে। প্রতিটি বাংলাদেশির জন্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ।’

উল্লেখ্য, ‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ শীর্ষক এই গ্রন্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিন্ন মাপের এক রাজনীতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থের প্রকাশনা উৎসব হবে আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, বাংলাদেশি ডেমোক্রেটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবদুল কাদের মিয়া, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা এম রহমান জহীর, বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এবং পরিচালক মোহাম্মদ মাহফুজ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর