রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

দেশ থেকে জঙ্গি নির্মূলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশ থেকে এখনো জঙ্গি নির্মূল হয়নি। সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তারা দুর্বল হয়েছে। দেশ থেকে পুরোপুরি জঙ্গি নির্মূল করতে হলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। শেখ  হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গতকাল রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় জঙ্গি হামলার বছরপূর্তিতে দলের পক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজ থেকে এক বছর আগে যে ঘটনা ঘটেছিল, তা আমাদের আতঙ্কগ্রস্ত করেছে। অপারেশন থান্ডার বোল্টের মাধ্যমে আমরা তার সমাধানও করেছি। এ ধরনের সন্ত্রাসী আমরা দমন করতে পারব তা কেউ ভাবতে পারেনি। এ সময় দুষ্কৃতকারীদের দমন করার জন্য তিনি বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। জঙ্গি দমনে সরকার সফল দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশ যৌথভাবে জঙ্গি দমনে যে সফলতা পেয়েছে, প্যারিসের পুলিশও তা পারেনি। ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। এ ছাড়া গুলশান থানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজানে গিয়ে শ্রদ্ধা জানান।

সর্বশেষ খবর