বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জাপা এখন গৃহপালিত বিরোধী দল নয় : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাপা এখন গৃহপালিত বিরোধী দল নয় : এরশাদ

সম্মিলিত জাতীয় জোট গঠনের পর জাতীয় পার্টি (জাপা) এখন আর গৃহপালিত বিরোধী দল নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রাজধানীর ইস্কাটনে ইমানুয়েলস সেন্টারে ঢাকা উত্তর জাতীয় পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধী দলের নেতা রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক ও জাপা ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সেন্টু। এরশাদ বলেন, সংসদে সরকারের সব কাজের সমর্থন করে যেতাম বলে মানুষ আমাদের গৃহপালিত বিরোধী দল বলত। কিন্তু জোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। জনগণ আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই। এখন আমরা সামনের সারির দল। জাপাকে এখন গুনতে হবে। জাপা ছাড়া আগামী নির্বাচন হবে না। আমরা ঠিকমতো কাজ করতে পারলে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন,  ইসলামী মহা ঐক্যজোট গঠনের পর জাপার প্রতি জনগণের আস্থা বেড়েছে। আগামীতে জাপাই হবে জনগণের ভরসার স্থল।

বিএনএ জোটের প্রস্তুতি সভা : আগামী জাতীয় নির্বাচনে এইচ এম এরশাদের সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেনে জোটের অন্যতম শরিকদল বাংলাদেশ জাতীয় জোট-(বিএনএ) এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। আগামী ৮ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউএনএ-এর প্রতিনিধি সম্মেলন সফল করতে গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর