বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
স্কুলছাত্রীর পরিবার আতঙ্কে

সাজা ভোগের পর বখাটেরা আরও বেপরোয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ইভ টিজিং মামলায় সাজা ভোগের পর বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা অভিযোগকারী স্কুলছাত্রীর পরিবারের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে। টাকা না দিলে বাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মেয়েটির বাবা জাহাঙ্গীর আলম গাজী খুলনার দৌলতপুর থানায় মামলা করেছেন। জানা গেছে, খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ইফতেখারুন নিশাকে (১৫) স্কুলে আসা-যাওয়ার সময় বিরক্ত করার অভিযোগে ২০১৬ সালে ভ্রাম্যমাণ আদালত বখাটে মোহাম্মদ শাওনসহ (২২) ৫ জনকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। এরপর নিরাপত্তার কথা ভেবে মেয়েটির পরিবার দৌলতপুর মহেশ্বরপাশা থেকে বাড়ি পরিবর্তন করে খানজাহান আলী থানার কুয়েট গেট এলাকায় বসবাস শুরু করে। এ অবস্থায় সাজা ভোগ শেষে বখাটেরা জেল থেকে বেরিয়ে এসে হুমকি দেওয়া শুরু করেছে। পিতা জাহাঙ্গীর আলম গাজী গতকাল জানিয়েছেন, ইভ টিজিং মামলায় সাজা হওয়ায় বখাটে শাওন ও তার সহযোগী রানাসহ ৭/৮ জন এখন ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে তারা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। নিরাপত্তাহীনতায় মেয়েটির স্কুলে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, পুলিশ তৎপর হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর