শিরোনাম
শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার

মোবাশ্বের হোসেন

প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার

রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান করা সম্ভব নয়। শহরের  জলাবদ্ধতা দূর করতে ঢাকা ওয়াসাকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনকে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নগরবিশেষজ্ঞ ও স্থপতি মোবাশ্বের হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নবনির্বাচিত মেয়ররা শহরের জলাবদ্ধতা নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে করণীয় ঠিক করছেন। এটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু শুধু বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করলেই হবে না, তাদের এও বুঝতে হবে, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এ সমস্যার জন্য যে সমাধান প্রয়োজন, এর বাস্তবায়ন সম্ভব নয়। এই স্থপতি বলেন, রাজধানী ঢাকার বেশকিছু এলাকা, যেমন ধানমন্ডি, হোটেল সোনারগাঁও ও মগবাজার— এসব জায়গায় বৃষ্টি হলে এলাকাগুলো পানিতে ডুবে যায় না। এর কারণ এসব এলাকায় লেক আছে। প্রাকৃতিক ও কৃত্রিমভাবে সৃষ্ট এ জলাশয়গুলো থাকার ফলে বৃষ্টির পানি সেখানে জমে না। মোবাশ্বের হোসেন বলেন, ‘ঢাকার চারপাশে বাঁধ আছে। জলাবদ্ধতা দূর করতে এজন্য আমাদের পাম্প আউট বা পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। এজন্য আমাদের পানি নিষ্কাশন পদ্ধতিকে আরও কার্যকর করতে হবে। ঢাকার ধোলাই খালকে আগের খালের চেহারায় ফিরিয়ে আনতে হবে। লেকগুলোকে এমনভাবে তত্ত্বাবধান করতে হবে, যেন এগুলোয় ছোট নৌকা চলাচল করতে পারে। এ ছাড়া লেক-কালভার্টগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এগুলো দীর্ঘ মেয়াদে নগর পরিকল্পনায় থাকবে কি না সে সিদ্ধান্তও নিতে হবে।’ তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময়ে রাজধানীর খালি জায়গার পরিমাণ অনেক কমে গিয়েছে। শহরে আগের চেয়ে মানুষের বসবাস বেড়েছে। সংগত কারণে এখানকার মাটির পরিমাণও কমেছে। এ কারণে আগে পাঁচ কাঠা পরিমাণ একটি জায়গার যে পরিমাণ বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ছিল, এখন আর তা নেই। অথচ পর্যাপ্ত লেক ও জলাশয় থাকার কারণে আগে এই পাঁচ কাঠা জায়গা দিয়েই পানি বের হয়ে যেত। অবস্থা এমন যে, বর্ষা এলে এখন ঢাকার রাস্তাগুলো ড্রেনে পরিণত হয়। এ সমস্যা দূর করতে হলে ঢাকার স্যুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থাকে পর্যাপ্তসংখ্যক জলাশয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে। অথচ ঢাকা ওয়াসা নগরীতে যত্রতত্র বক্স-কালভার্ট তৈরি করে বৃষ্টির পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ কালভার্টগুলো যদি বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হতো, এবং এগুলোতে জমে যাওয়া ময়লা যদি নিয়মিত পরিষ্কার করা হতো, তবে ঢাকার রাস্তায় এমন জলাবদ্ধতা তৈরি হতো না। আর নিয়মিত পরিষ্কার না করার কারণে কালভার্টগুলোর পানি ধারণক্ষমতাও কমে গিয়েছে।

সর্বশেষ খবর