শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘যেমন খুশি তেমন সাজা’তেই এ অবস্থা

এ কে এম রেজাউল করিম

‘যেমন খুশি তেমন সাজা’তেই এ অবস্থা

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম বলেছেন, ‘‘নগর নিয়ে ‘যেমন খুশি তেমন সাজো’র সুযোগ নেই। আমরা যে যার মতো নগর সাজাচ্ছি। উন্নয়ন ও সেবা সংস্থাগুলো আলাদা পরিকল্পনায় এগিয়ে চলেছে। মূলত এমন অপরিকল্পিত নগরায়ণই জলাবদ্ধতার প্রধান কারণ।’’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ কে এম রেজাউল করিম বলেন, ‘আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন কেবল বাড়ি-ঘর নির্মাণ করছি। কিন্তু পার্কিং, মাঠ, বিনোদন কেন্দ্র, কাঁচাবাজার ইত্যাদি প্রয়োজনীয় ক্ষেত্রগুলো সুনিশ্চিত করছি না। এর ওপর জোয়ারের পানি, পাহাড়ি ঢলে বালিতে নালা-নর্দমা ভরাট হচ্ছে। যত্রতত্র আবর্জনা ফেলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করা হচ্ছে। খাল ও নালা দখল করে স্থাপনা নির্মাণ থামছে না। ফলে অল্প বৃষ্টিতেই পানি উঠছে নগরে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ দাবি করেন, ‘এখনো ঢাকার চেয়ে চট্টগ্রামের অবস্থা ভালো। ঢাকার পানি কালো আর চট্টগ্রামের ফরসা। ঢাকার বন্যা পুরোটাই দূষণ। আর চট্টগ্রামের বন্যা জোয়ারের পানির। তবে এ নিয়ে আত্মতুষ্টির কারণ নেই। আমরা আরেকটি ঢাকায় পরিণত হতে যাচ্ছি। এমন আশঙ্কা রোধ করে জলাবদ্ধতা থেকে নগরকে বাঁচাতে প্রয়োজন সব সংস্থার সমন্বিত উদ্যোগ।’ তিনি বলেন, শুধু মেয়র কিংবা সিটি করপোরেশন নয়, সব সংস্থাকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। এটা কারও একার সমস্যা নয়। সিডিএ, সিটি করপোরেশন, বন্দরসহ সব প্রতিষ্ঠান এক টেবিলে বসে অভিন্ন পরিকল্পনা দিতে হবে। শহরের একজন অভিভাবক থাকবেন। তিনি হবেন নির্বাচিত প্রতিনিধি। তার সমন্বয়ে সামগ্রিক এ উদ্যোগ নিতে হবে। প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দও। তবেই জলাবদ্ধতা থেকে মুক্তি সম্ভব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর