শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু বিষয়টি নিশ্চত করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, দৈখাওয়া সীমান্তের মেইন পিলার ৯০৫-এর ১০ এফ সাব পিলারসংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি একদল ব্যবসায়ী গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার ১০০-পাগলিবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, লাশ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয়— তা শনাক্ত করতে না পারায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বিএসএফ নিয়ে গেছে।

সর্বশেষ খবর