শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এইচআরডব্লিউর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত

নিজস্ব প্রতিবেদক

এইচআরডব্লিউর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত

আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গুম-খুন নিয়ে করা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রতিবেদন আমরা স্বীকার করছি না। প্রত্যাখ্যান করছি। গত বুধবার প্রকাশিত এইচআরডব্লিউ-এর প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম বিভিন্ন কারণে হয়। ব্যবসায়িক কারণেও অনেক সময় হয়। এমন অনেক গুমের ঘটনা আমরা তদন্ত করে বের করেছি। আমরা বলতে চাই, এই রিপোর্টটা সঠিক নয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ম মেনেই বিএনপির অনেক নেতাকে ধরেছে। তা করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই। তিনি বলেন, শুধু বিএনপি নেতা-কর্মীই নয়, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আইন মেনে কাউকে আটক করলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়েছে। তারপরও কোনো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল এইচআরডব্লিউ। তাদের বর্তমান প্রতিবেদনটিও সেই প্রচারণার অংশ। প্রসঙ্গত, এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধী দলের কর্মীসহ কয়েকশ ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে। তাদের গোপন স্থানে লুকিয়ে রেখেছে। ‘তিনি আমাদের কাছে নেই : বাংলাদেশে গোপন আটক আর গুম’ শীর্ষক ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে অন্তত ৯০ জনের তথ্য দেওয়া হয়েছে— যারা কেবল ২০১৬ সালেই গুম হয়েছেন।

সর্বশেষ খবর