শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত পুতুল

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত হলেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। গতকাল ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সম্মেলনে এ ঘোষণা দেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। তিনি বলেন, অটিজম শনাক্তকরণে মিসেস হোসেন স্বতঃস্ফূর্তভাবে ধারাবাহিক যে শ্রম দিচ্ছেন, তা প্রশংসনীয়। অটিজম শনাক্তকরণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আক্রান্তদের দুর্ভোগ কমাতে ও সচেতনতা তৈরিতে তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন। পুনম সিং বলেন, এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সায়মা হোসেনের সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে। তিনি আসছে দুই বছরের জন্য এই অঞ্চলের ডব্লিউএইচও-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন। এদিকে গত ১১ এপ্রিল সায়মা হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ দেয় ডব্লিউএইচও। বর্তমানে তিনি বাংলাদেশে অটিজমসহ মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রচারণা নিয়ে কাজ করছেন।

 

সর্বশেষ খবর