রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভারতে ২১ খাদ্যপণ্য রপ্তানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

ভারতে ২১ খাদ্যপণ্য রপ্তানির সুযোগ

ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের উন্নয়নে আরও ২১টি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ভারতে রপ্তানির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাধারণত আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি না থাকলে খাদ্যপণ্য আমদানি করে না ভারত। কিন্তু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সুসম্পর্ক থাকায় সরাসরি ভারতে ২১টি খাদ্যপণ্য রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন ইন্ডিয়ান চেম্বার অব কমার্স—আইসিসি আয়োজিত ‘কৃষি, হর্টিকালচার ও প্রক্রিয়াজত খাদ্যশিল্প খাতের ব্যবসায়িক সম্মেলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—আইবিসিসিআইর সভাপতি তাসকিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইসিসির মহাপরিচালক ড. রাজীব সিংহ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিসিসিআইর সচিব জাহাঙ্গীর বিন আলম।

সর্বশেষ খবর