রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রূপনগরে পুলিশের এসআই ও স্ত্রীর গুলিবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগরে এক পুলিশ দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার (৩৫) ও তার দ্বিতীয় স্ত্রী শম্পা খাতুন (২৫)। গতকাল বিকালে রূপনগরের রোড-২২ এর ৩২ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহাম্মদ বলেন, দুজনকে বাসার দরজা ভেঙে উদ্ধার করা হয়। তখন তারা জীবিত ছিল। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. হাবিবুল হাসান বলেন, রাত সাড়ে ৮টায় দুজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসার পর তাদের মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। দুজনেরই মাথায় গুলি লেগেছে। পুলিশের ধারণা, এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে শম্পাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা ওই বাসা থেকে দুটি গুলির শব্দ পেয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বলছে, সাত্তার শাহআলীতে এএসআই হিসেবে ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এসআই হিসেবে রূপনগর থানায় যোগ দেন। গত ২৫ জুন বাড্ডা থানায় বদলি হয়ে যান। সাত্তার ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল। এসআই সাত্তারের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ববিতা খাতুন। তিনি আলাদা থাকেন। দ্বিতীয় স্ত্রী নিহত শম্পা খাতুন। তার দুই স্ত্রী সম্পর্কে খালাতো বোন। এক বছর আগে শম্পার সঙ্গে এসআই সাত্তারের বিয়ে হয়। সাত্তারের প্রথম স্ত্রীর ১০ ও ৪ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনাস্থলের বর্ণনা দিয়ে এক পুলিশ কর্মকর্তা বলছেন, দুজনের লাশই মেঝেতে পড়ে ছিল। পাশেই পড়েছিল সরকারি অস্ত্র। দুই রাউন্ড গুলির খোসাও পাওয়া গেছে। গুলি দুজনেরই মাথায় লেগেছে। সাত্তারের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার খাজুরিয়া গ্রামে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, এসআই সাত্তারসহ তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর