সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজার আমন্ত্রণে ভুটান যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রাজার আমন্ত্রণে ভুটান যাচ্ছেন এরশাদ

রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুকের আমন্ত্রণে চার দিনের সফরে আজ ভুটান যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির মহাসচিব ও সফরসঙ্গী এবিএম রুহুল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুটান রাজপ্রাসাদের পাশে হোটেল তাজে উঠবেন এইচ এম এরশাদ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রাজার অতিথি হিসেবে এ হোটেলেই অবস্থান করেন। ভুটানে অবস্থানকালে বর্তমান রাজার পাশাপাশি সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন এরশাদ। ১৪ জুলাই সাবেক এ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সম্মেলন : জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপিকে আহ্বায়ক ও জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেনকে সদস্যসচিব করে গতকাল ১৩১ সদস্যবিশিষ্ট জাতীয় সেচ্ছাসেবক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছেন এইচ এম এরশাদ।

সর্বশেষ খবর