মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মওদুদ মোশাররফের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেনের রিভিউ আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির এ দুই নেতার বিরুদ্ধে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী এ  জে মোহাম্মদ আলী। খন্দকার মোশাররফের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ জুলাই সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদকে নোটিস দেয় দুদক।  নোটিস অনুযায়ী ওই বছরে ১৭ কোটি ৭০ লাখ টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করেন বিএনপি নেতা মওদুদ। এর মধ্যে ৯ কোটি ৪ লাখ টাকার অর্জিত সম্পদ অবৈধ অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করে দুদক। অন্যদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য  গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা মডেল থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলা বাতিল চেয়ে মওদুদ ও মোশাররফ হাই কোর্টে আবেদন করলে আদালত সে আবেদন খারিজ করে। পরে তারা আপিল করেন। শুনানি শেষে ২০১৪ সালের ২১  মে আপিল খারিজ করে আপিল বিভাগ। পরে তারা আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

সর্বশেষ খবর