বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট আসছেন আজ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ বাংলাদেশ সফরে আসছেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফিংয়ে এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ১৫ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করবেন। দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তার সফরসঙ্গী হয়ে আসছেন দেশটির পররাষ্ট্র, উচ্চশিক্ষা, দূর্যোগ ও ত্রাণমন্ত্রী, জনপথ ও কৃষি প্রতিমন্ত্রী এবং অর্থ, গণযোগাযোগ ও নৌপরিবহন উপমন্ত্রীসহ ৭৩ সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষর হবে। শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হবে যা এর আগে কোনো দেশের সঙ্গে হয়ে ওঠেনি। বর্তমানে দেশটির সঙ্গে বাণিজ্য ৮০ মিলিয়ন ডলার। কলম্বোয় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর