শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করছে মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করছে মিডিয়া

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের মাত্র সাত শতাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কিন্তু মিডিয়াগুলোতে বন্যা পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। গতকাল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ ল’ স্টুডেন্টস সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। নর্থসাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি ও আইন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। আনিসুল ইসলাম মাহমুদ তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এদেশের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হবে তোমাদেরই। দেশের উন্নয়নে শিক্ষিত তরুণ-তরুণীদের অবদান রাখতে হবে, যাতে আমরা ২০৪১ সালে উন্নত দেশের কাতারে স্থান করে নিতে পারি। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। আইন সমাজকে পরিবর্তন করে দিতে পারে। মন্ত্রী বলেন, প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে ১১শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। দেশের চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুর রব খান, আইন বিভাগের চেয়ারম্যান ড. আবু নোমান মোহাম্মদ আতাহার আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের গবেষণামূলক প্রতিবেদন ছয় সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেলের কাছে উপস্থাপন করে। বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, শিগগিরই এখানে আইন বিষয়ে মাস্টার্স কোর্স চালু হবে। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এমন সিম্পোজিয়াম আয়োজন শিক্ষার্থীদের আইন পেশার প্রতি উৎসাহিত করবে।

সর্বশেষ খবর