শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাঙামাটির সড়ক উন্নয়নে টেকসই পরিকল্পনার সুপারিশ করা হবে

------- জ্যাকব

রাঙামাটি প্রতিনিধি

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মো. আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, রাঙামাটির বিধ্বস্ত সড়ক উন্নয়নে টেকসই পরিকল্পনার জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে সুপারিশ করা হবে। একই সঙ্গে পাহাড় ধসে ঘরবাড়িহারা মানুষদের পুনর্বাসন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার জন্য কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে। ভবিষ্যতে যাতে প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলা পরিষদের সদস্য মোনওয়ারা বেগম প্রমুখ। জ্যাকব বলেন, সাধারণত অন্যান্য অঞ্চলে যেসব সড়ক হয়, তা পাহাড়ি অঞ্চলে হয় না। তাই এ অঞ্চলে সড়ক উন্নয়নের কাজ চিন্তা করে করতে হবে। তার জন্য সংসদীয় কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিদর্শন শেষে আমরা ক্ষতিগ্রস্ত এলাকার ওপর একটা প্রতিবেদন তৈরি করে সুপারিশমালা মন্ত্রণালয়ে পাঠাব। এর আগে দুপুর সাড়ে ১২টায় উপমন্ত্রী হেলিকপ্টারে রাঙামাটি সার্কিট হাউসে আসেন। পরে শহরের বেতার কেন্দ্র ও রাঙাপানি এলাকায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। আজ নৌপথে কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকাগুলো পরিদর্শনের কথা রয়েছে।

সর্বশেষ খবর