রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সুনামির মতোই ছড়িয়ে পড়ছে ইয়াবা : কাদের

নোয়াখালী প্রতিনিধি

সুনামির মতোই ছড়িয়ে পড়ছে ইয়াবা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ও ইয়াবা নীরব সুনামির মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। প্রয়োজনে সবাইকে নিয়ে ইয়াবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করতে হলে মেধাবী ও চরিত্রবান হতে হবে। নচেৎ রাজনীতি মঞ্চশূন্য হয়ে পড়বে। অযোগ্য লোকেরা এমপি হবে, মন্ত্রী হবে। রাজনীতির মঞ্চ দখল করে নেবে। বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান হচ্ছে, এটাকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করা উচিত নয়, কারণ চিরকাল আমরা ক্ষমতায় থাকব না। শিক্ষা এখন পরীক্ষাকেন্দ্রিক হয়ে গেছে। এ কারণে অনেক শিক্ষার্থী চাতকের মতো প্রশ্নপত্র কোথায় ফাঁস হলো, সেদিকে তাকিয়ে থাকে। বেদনার সঙ্গে লক্ষ্য করা যায়, অনেক শিক্ষকও এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তিনি বলেন, এ শিক্ষকতার কোনো মূল্য নেই। এ থেকে ছাত্ররা কিছুই পাবে না। তারা ভবিষ্যতে নৈতিকতা মানবে না। খারাপ আচরণ করবে। শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কোথাও নেই। শিক্ষার মান বাড়াতে হলে মানসম্মত শিক্ষা দরকার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

সর্বশেষ খবর