রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে সক্রিয় তুর্কি সন্ত্রাসী সংগঠন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সক্রিয় তুর্কি সন্ত্রাসী সংগঠন

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে সক্রিয় রয়েছে। আর এদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে একটি শ্রেণি কাজ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক। গতকাল নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।২০১৬ সালের এই দিনে তুরস্কে এক সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেয় দেশটির জনগণ। এর বর্ষপূর্তিতে সংবাদ সম্মেলন ডাকেন রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার নির্জন প্রাসাদে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের আদর্শে প্রভাবিত সংগঠন ও ব্যক্তি তুরস্কের মতো বাংলাদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এ দেশে টার্কিশ হোপ স্কুলের বেশ কয়েকজন তুর্কি নাগরিক এমন কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে বাংলাদেশ-তুরস্ক চেম্বার অব কমার্সও এ কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ‘এটি তুরস্ক সরকার অনুমোদিত কোনো সংগঠন নয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ডেভরিম ওজতুর্ক বলেন, ‘তুরস্কে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান ব্যক্ত করেছিলেন। তুরস্ক সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিকে সমর্থন করে। আমরা এই স্কুল বন্ধের পক্ষে নই। কারণ এখানে অন্তত দুই হাজার শিক্ষার্থী পড়ে। কিন্তু স্কুলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে আমরা জানি। অনেকেই এ দেশ থেকে চলে গেছেন। কেউ কেউ রয়ে গেছেন। গুলেনের আদর্শে প্রভাবিত সন্ত্রাসীরা তুরস্ক, বাংলাদেশসহ ১৫০টি দেশে সক্রিয় আছে। তাদের চিহ্নিত করা প্রয়োজন। কারণ তুরস্কে যা ঘটেছে তা বাংলাদেশে কাম্য নয়।’

সর্বশেষ খবর