সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রোডম্যাপ বাস্তবসম্মত হয়েছে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবসম্মত হয়েছে— এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আশা করছি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। গতকাল বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, অতীতে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আমার মনে হয় বিএনপি আর সেই ভুলের আগুনে ঝাঁপ দেবে না। তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু তারা যে সহায়ক সরকারের কথা বলছে সেটি সংবিধানে নেই। সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব যদি কেউ দেয় তা গ্রহণযোগ্য হবে না, বলেন তোফায়েল আহমেদ। নির্বাচনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়। ইভিএম চালু হলেও আমাদের কোনো আপত্তি নেই, না হলেও কোনো সমস্যা নেই। জিএসপি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) দেওয়া সব শর্ত পূরণ করেছি। তারপরও জিএসপি সুবিধা পুনর্বহাল করা হয়নি। আমার মনে হয়, কেয়ামত পর্যন্ত আমরা জিএসপি পাব না।

সর্বশেষ খবর