সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রোডই নেই, ম্যাপ তো পরের প্রশ্ন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকট রোডম্যাপে সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা রোড দেখতে পাচ্ছি না। সুতরাং রোডই যেখানে নেই, ম্যাপ তো পরের প্রশ্ন।’ নির্বাচন কমিশন (ইসি) গতকাল রোডম্যাপ ঘোষণার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, ‘নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন, সেটি গঠনের ব্যাপারে আলোচনাই বড় প্রয়োজন এই মুহূর্তে। কোনো আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে সমস্যার সমাধান হবে না। সংকট নিরসন হবে না। রোডটা তো থাকতে হবে। দেয়ার মাস্ট বি রোড টু ইলেকশন।’ বিএনপি মহাসচিব জানান, লন্ডনে অবস্থানরত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকায় সিনিয়র ?নেতাদের সঙ্গে আলোচনা করে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, ‘কমিশন যদিও রোডম্যাপ ঘোষণা করেছে—আমরা মনে করি, এটা প্রধান বিষয় নয়, প্রধান সংকট নয়। সংকটটা হচ্ছে নির্বাচনটা কীভাবে হবে? তখন সরকার কোন জায়গায় থাকবে, কমিশনের ভূমিকা কী হবে?’ ইসি বলেছে, দেশ-বিদেশের প্রভাবমুক্ত হয়ে সুষ্ঠু নির্বাচন করতে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘উদ্দেশ্য খুব ভালো, সবাই তা-ই বলে। বর্তমান সরকারও বলছে, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, সহায়তা করতে চাই। তারপরও দেখতে পারছেন, কী অবস্থা দেশের মধ্যে? আমরা একটা সভা করার অনুমতি পাই না। চেয়ারপারসন লন্ডনে গেছেন, সিনিয়র নেতাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। তাই দেশে নির্বাচনের আদৌ পরিবেশ আছে কিনা, সেটা সবার আগে দেখতে হবে?’ নির্বাচন নিয়ে সংকট ‘রাজনৈতিক’ অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।’ নির্বাচন কমিশন থেকে দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক যত পদ্ধতি আছে, আমরা থাকতে চাই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চাই। এটা নির্ভর করবে ইসি ও সরকারের সদিচ্ছার ওপর— তারা আমাদের যেতে দিতে চায় কিনা।’

সর্বশেষ খবর