সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে খালেদা

পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক

আ স ম মাসুম, লন্ডন থেকে

যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রায় দুই বছর পর লন্ডনে মা-ছেলের সাক্ষাতে খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরে এক অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। মা ও ছেলেকে চোখের পানি মুছতেও দেখা যায়। পরে নিজের গাড়িতে মাকে পাশের সিটে বসিয়ে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।বিমানবন্দরে স্বাগত জানাতে আসা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, মা-ছেলের এমন আবেগীয় সাক্ষাতের দৃশ্যই বলে দেয়, বাংলাদেশের বর্তমান সরকার একটি পরিবারকে বিভাজন করে রেখেছে। এ বিভাজন একটি পরিবারকে নয়, পুরো বাংলাদেশকে করেছে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে যান খালেদা জিয়া। সে হিসেবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে এবার প্রায় দুই বছর পর দেখা হলো তার। এবারের সফরে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এবারের লন্ডন সফরে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলেও মনে করছেন দলটির শীর্ষ  নেতারা। সে কারণে বিএনপির নেতা-কর্মীদের আগ্রহ এখন এই সফরকে ঘিরে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। অ্যামিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। তার যাত্রা বিরতিতে বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতা-কর্মীরা বিএনপি প্রধানকে স্বাগত জানান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু শুক্রবার ব্যাংকক হয়ে লন্ডনে পৌঁছেন।  বিমানবন্দরে এম এ মালেক ছাড়াও বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, লুত্ফুর রহমান, আনোয়ার হোসেন খোকন, শহিদুল ইসলাম মামুন, নাসিম চৌধুরী, কামাল উদ্দিন, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, আজমল হোসেন চৌধুরী জাবেদ প্রমুখ।

একই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মী বেগম জিয়ার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর