সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইমরান এইচ সরকারের ওপর ‘ডিম হামলা’

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিল থেকে ইমরানকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের ছোড়া কয়েকটি ডিম ইমরানের শরীরে ও গাড়িতে এসে পড়ে বলে জানা গেছে। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিল থেকে ইমরানের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর মানহানি মামলায় জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণেই আক্রান্ত হন ইমরান এইচ সরকার। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক তার গাড়িতে পচা ডিম ছুড়ে মারে। তাদের মধ্যে সংশ্লিষ্ট মামলার বাদীও ছিলেন। তখন গাড়িটি ঘুরে আবার আদালত চত্বরে ঢুকে যায়। ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। এর পরপরই নিরাপত্তারক্ষীরা আদালতের ফটক বন্ধ করে দেয়। ইমরানের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত জানান, এটা পরিকল্পিত হামলা বলে তাদের ধারণা।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল আদালতে আত্মসমর্পণ করেন ইমরান ও গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস। ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান তাদের জামিনের আবেদন শুনে পাঁচ হাজার টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন। ইমরান ও সনাতনের পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস, জীবনানন্দ জয়ন্ত ও তানজিম আল ইসলাম। বাদীপক্ষে ছিলেন নোমান হোসাইন তালুকদার। ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে এ মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত ২৮ মে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘যে কটূক্তি’ করা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত।

সর্বশেষ খবর