সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ক্রিকেটার সানিকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন। সানিকে পলাতক দেখিয়ে এ মামলায় অভিযোগ গঠন করেন বিচারক।

এ বিষয়ে আরাফাত সানির আইনজীবী মো. মুরাদুজ্জামান জানান, চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে এ মামলার আসামি আরাফাত সানি অসুস্থ। তাই অভিযোগ গঠনের শুনানিতে হাজির হতে পারেননি। এ কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সেই আবেদন নাকচ করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে সানিকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সানির সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বাদিনীর বিয়ে হয়। পরিবারের অমতে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে বাদিনীকে নিয়ে থাকতে শুরু করেন সানি। পরে ২০১৫ সালের ২৯ জুলাই আরাফাত সানি ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণী। ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। সর্বশেষ শারীরিক নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেন।

সর্বশেষ খবর