সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কূটনৈতিক ব্যর্থতায় শ্রমবাজারে হতাশা

নিজস্ব প্রতিবেদক

কূটনৈতিক ব্যর্থতায় শ্রমবাজারে হতাশা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, কূটনৈতিক ব্যর্থতার ফলে বিদেশে শ্রমবাজারের অবস্থা খারাপ হয়। বিদেশে ভাবমূর্তি উন্নত করতে জড়িত পররাষ্ট্র মন্ত্রাণলয়। তারা সফল হলেই আমরাও সফল হব। গতকাল  ‘মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য শ্রমবাজার পরিস্থিতি’ বিষয়ক সেমিনারে  মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে মালয়েশিয়া সরকারই সিন্ডিকেট তৈরি করেছে। মালয়েশিয়া যার সঙ্গে ব্যবসা করতে বলে আমাদের তাই করতে হয়। না হলে যেটুকু পাঠাচ্ছি তাও বন্ধ করে দিতে পারে। বাংলাদেশ থেকে যারা লোক পাঠায় তারা সবাই ভালো নয়। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে। দুর্গন্ধযুক্ত লোক বাদ দিয়ে সুগন্ধযুক্ত লোক এ লাইনে আনতে হবে। তবেই এ খাত এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ?প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সি আর আবরার, বায়রার ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর