সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মান্না বললেন, ওটা ছিল রসিকতা

নিজস্ব প্রতিবেদক

মান্না বললেন, ওটা ছিল রসিকতা

এক সময় আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য নিজেকে ‘বেকুব’ বলার এক দিন পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বললেন, ওটা ছিল ‘রসিকতা’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বক্তব্যের এ ব্যাখ্যা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না। আগের দিন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মান্না বলেন, ‘নৌকায় (আওয়ামী লীগ) তো আমিও ছিলাম। ড. কামাল নৌকা থেকে  নেমেছেন, সেই নৌকায় আমিও চড়েছি। বেকুব না হলে করে এরকম!’ ফেসবুকে মান্না আরও লেখেন, গোলটেবিল আলোচনায় গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-চট্টগ্রামের রাস্তা পানিতে ডুবে থাকার প্রসঙ্গ তুললে তিনি রসিকতা করে বলেছিলেন, ‘এখন নৌকাই ভরসা’। তিনিও যে এক সময় নৌকা প্রতীকের দল আওয়ামী লীগে ছিলেন, সে কথা সুব্রত চৌধুরী মনে করিয়ে দিলে ড. কামালের প্রসঙ্গ আসে। তখনই তিনি রসিকতা করে নিজেকে বেকুব বলেছিলেন। তিনি বলেন, ‘এটা রসিকতার জবাবে একটা রসিকতা। আওয়ামী লীগে যোগ দেওয়াটা একটা বেকুবি ছিল— তা আমি বোঝাইনি। আওয়ামী লীগে যোগ দেওয়াই ভুল ছিল— আমি এখনো তা মনে করি না। কিছু পাওয়ার ধান্ধায় আমি তো ওখানে যোগ দিইনি।’

সর্বশেষ খবর