শিরোনাম
সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৫ জানুয়ারির মতো নির্বাচন দেশবাসী চায় না

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারির মতো নির্বাচন দেশবাসী চায় না

৫ জানুয়ারির মতো নির্বাচন দেশবাসী আর চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ। পীর চরমোনাই বলেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। গতানুগতিক রাজনীতির ফলে জাতিকে শোষণ-বঞ্চনার শিকার হতে হচ্ছে। সন্ত্রাস-দুর্নীতি দেশে মহামারী আকার ধারণ করেছে। রাষ্ট্রীয় সম্পদ দলীয় নেতা-কর্মীরা লুটেপুটে খায়। এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর শেষ পর্যন্ত সরকারের নীতি-নির্ধারকরা পাঠ্যসূচি সংশোধন করেছিলেন। কিন্তু ইদানীং ইসলামবিরোধী নাস্তিকবাদী শক্তিগুলো সিলেবাস নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। সিলেবাস পুনঃ পরিবর্তনের চক্রান্ত সহ্য করা হবে না।

সর্বশেষ খবর