শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি রোধ করা যায় না

বিশেষ প্রতিনিধি

শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি রোধ করা যায় না

ড. সা’দত হুসাইন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন বলেছেন, শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি বন্ধ করা যাবে এটা আশা করা যায় না। তবে এটার মাত্রা কমতে পারে। যাদের টানাপড়েনের সংসার তারা হয়তো চাকরির বাইরে বাড়তি কিছু করে। বেতন বাড়লে তাদের সেই অনিয়মিত আয়টা বন্ধ হয়। কিন্তু যারা কোটি টাকার দুর্নীতি করে বেতন বাড়িয়েও তাদের রোধ করা যাবে না।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের সচিবদের একটি বার্ষিক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বেতন-ভাতা যেহেতু বেড়েছে, তাই দুর্নীতি বন্ধ করতে হবে। এই প্রেক্ষাপটে গতকাল সন্ধ্যায় টেলিফোন আলাপচারিতায় তার বক্তব্য জানতে চাইলে প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তা এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে যাবে—এটা আশা করা যায় না। পৃথিবীর কোথাও এটা হয়নি। তবে বেতন বাড়ালে কর্মীদের অনিয়মিত আয়ের ঝোঁক কমে। তিনি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ডেপুটি সেক্রেটারি লেভেলের লোকও টিউশনি করে চলে। নোট বই, গাইড বই লিখে বাড়তি আয় করতে হয়। বেতন বাড়লে তাদের এই আয়ের পথে যেতে হয় না। কিন্তু যে বড় দুর্নীতি করে বাড়তি বেতন তাকে সেই পথ থেকে ফেরাতে পারে না। বড় দুর্নীতিবাজদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি কোনো প্রভাব ফেলবে না। যাদের কোটি টাকা না হলে চলে না, ৩০/৪০ কোটি টাকা অতিরিক্ত লাগে তাদের বেলায় বেতন বাড়িয়ে সুফল পাওয়া যাবে না। সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আরও বলেন, দুর্নীতি শুধু ঘুষ নয়, নানাভাবে দুর্নীতি হয়। দুর্নীতির আরও অনেক কার্যকারণ রয়েছে। তার মূলে যেতে হবে। তিনি বলেন, সচিবরা যখন বছরে একবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পান তখন তারা তাদের বিভিন্ন চাওয়া পেশ করেন। তারা চাকরির মেয়াদ বাড়াতে চান। কিন্তু নিচে যারা আছেন তারা তো সেটা চান না। সচিবদের চাকরির মেয়াদ বাড়লে যারা সচিব হতে চান তাদের সম্ভাবনা কমে যায়। তাই এসব চাওয়া প্রধানমন্ত্রী পূরণও করেন না।

সর্বশেষ খবর