বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ধর্ষণ ও হত্যা মামলার রায়

গাজীপুর ও কুষ্টিয়ায় ছয়জনের ফাঁসি

প্রতিদিন ডেস্ক

গাজীপুর ও কুষ্টিয়ায় পৃথক দুটি মামলার রায়ে আদালত গতকাল ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জে মহিউদ্দিন হত্যার দায়ে পাঁচ এবং কুষ্টিয়ায় আলোচিত শিশু ঈশিতা ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— গাজীপুর : কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মহিউদ্দিন নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসি ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। রায়ে অন্য একটি ধারায় প্রত্যেকের তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণগাঁও গ্রামের আবদুল কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নুরুল ইসলাম, মজনু সরকারের ছেলে সাদ্দাম হোসেন, আবদুস ছালামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু। রায় ঘোষণার সময় সাদ্দাম ও বাবু উপস্থিত ছিলেন। অন্য তিন আসামি পলাতক। মামলাসূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ আগস্ট বিকালে ব্রাহ্মণগাঁওয়ের ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন স্থানীয় বিলে ধারালো অস্ত্রের আঘাতযুক্ত তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। কুষ্টিয়া : আলোচিত শিশু ঈশিতা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি মোহাম্মদ জাহিদ মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামি জাহিদ মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকালে কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের ইসারুল শেখের মেয়ে ঈশিতাকে চকলেট দেওয়ার কথা বলে মাঠে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন জাহিদ মণ্ডল। তিনি একই গ্রামের শওকত মণ্ডলের ছেলে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করেন ইসারুল শেখ।

সর্বশেষ খবর