বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাস্তায় কোরবানি করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

রাস্তায় কোরবানি করা যাবে না

ঈদুল আজহার দিনে রাস্তার ওপর পশু কোরবানি না করে সিটি করপোরেশনের নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কোনো কারণে নির্দিষ্ট স্থানে যেতে কারও সমস্যা হলে নিজ বাড়ির পরিত্যক্ত জায়গা অথবা আঙিনায় তা করতে হবে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহার জামাত, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, ওয়াসার এমডি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, এবারও সেপ্টেম্বর মাসের ১ তারিখ যদি কোরবানির ঈদ হয়, বর্ষা মৌসুম হওয়ায় তখন বৃষ্টি থাকবে এটাই স্বাভাবিক। আর রাস্তায় যদি বৃষ্টির পানি জমে যায় সেই পানি তো আমরা চেয়ে আনি না। কোরবানির রক্ত যদি ওই পানিতে মিশে লাল হয়ে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না, এটি অনিচ্ছাকৃত ঘটনা। এ বিষয়গুলো সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বৃষ্টির মধ্যে পশু কোরবানি না দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান তিনি। সভায় মেয়ররা অভিযোগ করেন, কয়েক বছর ধরে অনুরোধ জানানো সত্ত্বেও ঈদুল আজহার দিনে রাস্তার ওপর পশু কোরবানি থামানো যাচ্ছে না। এতে সড়কগুলো বর্জ্যে ভরে যাচ্ছে এবং সিটি করপোরেশনগুলোর চেষ্টা সত্ত্বেও সময়মতো সব বর্জ্য সরানো যাচ্ছে না। ফলে নগরবাসীকে দুর্গন্ধময় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সভায় কোরবানির পশু যথাস্থানে জবাই করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এ জন্য  এ বছর ঈদের ১৫ দিন আগে থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর এই প্রচারণা চালানো হয়েছিল ঈদের ৭ দিন আগে থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর