বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কথা বললে তো আবার জেলে পাঠিয়ে দেবে

নিজস্ব প্রতিবেদক

কথা বললে তো আবার জেলে পাঠিয়ে দেবে

বাংলাদেশে ‘শনির দশা’ লেগেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল দুপুরে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, আজ আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন কেন বলি এই কারণে যে, গণতন্ত্রই কেবল ব্যক্তি স্ফুরণের অধিকার দেয়, গণতন্ত্রই কেবল ব্যক্তির স্বকীয়তা বিকাশের সুযোগ দেয়। কিন্তু যখন গণতন্ত্রই থাকে না। যখন ৩০০ আসনের মধ্যে ১৫৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং সেই থেকে ক্ষমতাসীনরা বগল বাজান। তখন বুঝতে হবে সেই দেশে শনির দশা লেগেছে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দুদু ভাই এখানে উপস্থিত আছেন, হয়তো উনারা আগামীতে ক্ষমতায় যাবেন, উনাদের বলি। এখন যারা ক্ষমতায় আছেন, তাদের বললে আবার আমাকে জেলে পাঠিয়ে দিতে পারে।’ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে প্রখ্যাত কবি সাহিত্যিক ইসমাইল হোসেন শিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কবি আবদুল হাই শিকদার প্রমুখ। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, মননটা তৈরি করতে হবে। সমস্ত মানুষ যদি মনে করে এই অন্যায় চলতেই থাকবে। আবার নির্বাচন হবে, উনিই ক্ষমতায় যাবেন—এটা মগের মুল্লুক। এই করে কি পৃথিবী চলেছে? ইতিহাস কি তাই বলে? স্বৈরতন্ত্র যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে কি চলে? এই মনন তৈরির কাজ লেখকদের, এই মনন তৈরি কাজ হচ্ছে সাহিত্যিকদের। রাজনীতিবিদ তাকে মাঠে নিয়ে যাবেন, জনগণকে সংগঠিত করবেন। তিনি বলেন, বিশ্বের বহু জায়গায় উদাহরণ আছে যেখানে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র এসেছে, সেখানে সংগীত ডেভেলপ করেনি, সাহিত্য রচনা হয়নি, সেই জায়গায় মানুষের মূল্যবোধের বিকাশ হয়নি। আমরা বাংলাদেশ এখন দিনে দিনে সেই জায়গায় যাচ্ছি। মান্না বলেন, ‘আমরা কেবল ওয়ান ডে ডেমোক্রেসি চাই না, আমরা কেবল আওয়ামী লীগের বদলে আরেকটা দল ক্ষমতায় আসুক সেটা চাই না। আমরা চাই সেই রকম একটা দেশ গড়তে যেখানে সবাই সুখে থাকেন, সবাই ভালো থাকেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের রাজনীতিতে এত খারাপ সময় আর কখনো আসেনি। এখন গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাতন্ত্রতা নেই। এমন একটা সময় আমরা অতিক্রম করছি বাঁশের ছাঁয়াকেও সন্দেহ করতে হচ্ছে— এই বোধহয় আমাকে গাড়িতে উঠিয়ে নেবে, এই বোধহয় আমার চোখ বাঁধবে, এই বোধহয় তার পায়ের নিচে রেখে আমাকে আঘাত করবে। একটা জবাবহীন সমাজের জন্ম দিয়েছে বর্তমান সরকার।

সর্বশেষ খবর