শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লন্ডনমার্কা রূপরেখা মানুষ মানবে না

---- ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লন্ডনমার্কা রূপরেখা মানুষ মানবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া লন্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছেন। কিন্তু ‘মেড ইন লন্ডন মার্কা’ সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না।

তিনি গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বিএনপির ‘ঈদের পর আন্দোলন শুরু’ প্রসঙ্গে বলেন, ‘এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলেও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি-সামর্থ্য নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙ্গে জোয়ার আসবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির আমলে আমরা ২১ হাজার নেতা-কর্মী হারিয়েছি। বেগম জিয়া আপনি আজকে খুন-গুমের কথা বলেন। বিএনপি আমাদের কেন্দ্রীয় অফিসেও সভা করতে দেয়নি। বিএনপি দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়নের রেকর্ড করে। এ রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বিএনপি এদেশের জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না। তাই তারা নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত খেলায় মেতে উঠেছে।’ তিনি নেতা-কর্মীদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাধারণ মানুষের কছে গ্রহণযোগ্য নয়- এমন কাউকে দলের সদস্যপদ না দেওয়ার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপির মহাসচিব দলের নেতা-কর্মীদের মামলার কারণে কেঁদেছেন। অথচ ২০১৫ সালে দেশে পেট্রলবোমা দিয়ে মানুষ পোড়ানো হয়েছিল- তখন তিনি কাঁদেননি।’ বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ হবেন না। এতে দলই ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ-জাতি-আপনি ও আমরা নিরাপদে আছি।’ তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুুখ।

সর্বশেষ খবর