শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় সংসদীয় আসন বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সংসদীয় আসন বাড়বে না

সংসদীয় আসন নির্ধারণের আইনে সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। তিনি বলেন, জনসংখ্যা বাড়লেও ঢাকায় আসন সংখ্যা বাড়ছে না— তা একপ্রকার নিশ্চিত করেই বলতে পারি। তবে ঢাকায় আসন কমবে কি না- তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব বলেন তিনি। এই কমিশনার জানান, নির্বাচন প্রক্রিয়া সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-সহ সংশ্লিষ্ট আইন ও বিধিতে সংস্কারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেগম কবিতা খানম বলেন, আরপিও ও সীমানা নির্ধারণ আইন বাংলায় রূপান্তর করা হবে এটা মোটামুটি নিশ্চিত। আইন সংস্কারে আমরা বিশেষজ্ঞদের মতামত নেব। নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদেরও মতামত নেব। কারণ মাঠপর্যায়ে তারাই আইনের প্রয়োগ করে থাকেন। আগামী নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে এ কমিশনার বলেন, জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা ও আয়তনের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা জনসংখ্যা বেড়েছে কিন্তু ভোটার সংখ্যা বেশি নাও হতে পারে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সেটাই হবে আমাদের সাফল্য।

সর্বশেষ খবর