শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আশকোনা ক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করেছেন

মোস্তফা কাজল

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। গতকাল বিকালে হজে পালনেচ্ছুরা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন। সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে রিপোর্ট করেছেন ১১২ জন। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠনিকতার উদ্বোধন করবেন। ২৪ জুলাই প্রথম দিন প্রথম হজ ফ্লাইটে (বিজি-১০১১) ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় যাবে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ওই দিন হজ ফ্লাইটে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের বিদায় জানাবেন। গতকাল সরেজমিন উত্তরার স্থায়ী হজ ক্যাম্প ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। এদিকে করের অতিরিক্ত ৩ হাজার টাকা চলতি বছরের হজযাত্রীদের জন্য মওকুফ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানতে চাইলে পরিচালক (হজ) মো. সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হজ ফ্লাইটের প্রস্তুতির সার্বিক কাজ শেষ। গতকাল হজ ক্যাম্প উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৪ বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কায় যাবেন। হাজীদের সুবিধার্থে হজ এজেন্সির পক্ষে গতকাল হজ ক্যাম্পে একটি অফিস খোলা হয়েছে। এখান থেকে নন ব্যালটি হাজীদের যে কোনো সমস্যার সমাধান করা হবে। হজ এজেন্সির মালিকদের সংগঠন হাবের যুগ্ম-সম্পাদক আলহাজ মমিন উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মক্কায়ও একটি অফিস খোলা হয়েছে। সেখানেও হাজীদের যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে। হজ ক্যাম্প সূত্র জানায়, গতকাল পর্যন্ত হজের প্রস্তুতি শেষ করেছেন ৪০ হাজার ২১৮ জন। অন্যরা দু-এক দিনের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ভিসার জন্য পাসপোর্ট জমা দেবেন। এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৫৪ আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৩ হাজার ৩৬৪ জন হজ করবেন। এ ছাড়া হজযাত্রীদের নিরাপত্তা ও সেবা কার্যক্রমের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পুলিশ, র‌্যাব, ফায়ার ব্রিগেডসহ বিভিন্ন সংস্থার সদস্যরা গতকাল সকালে হজ ক্যাম্পে রিপোর্ট করেছেন। হজযাত্রীদের মন প্রফুল্ল রাখার জন্য উৎসবের আমেজ সৃষ্টি করা হয়েছে হজ ক্যাম্পে। সেখানে প্রবেশপথে একটি সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জিত হয়েছে দুই পাশের সড়ক। হজ অফিস সূত্র জানায়, বাংলাদেশ বিমান ও অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইনস আনুষ্ঠানিক হজ ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। শিডিউল পাওয়ার পর হজ অফিস গতকাল হজযাত্রীদের কাছে অনুমতিপত্র বিতরণ শুরু করেছে। সরকারি ব্যবস্থাপনায় ব্যালটি ২ হাজার ৮৫৪ হজযাত্রীকে এ চিঠি পাঠানো হচ্ছে। এজেন্সিগুলোর মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় নন-ব্যালটি হজযাত্রীদের কাছে অনুমতিপত্র পাঠানোও গতকাল শুরু হয়েছে। হজযাত্রীদের থাকা-খাওয়ার জন্য হজ ক্যাম্পে একটি ডরমেটরি প্রস্তুত করা হয়েছে। গোসলখানা ও টয়লেট ধুয়েমুছে ঝকঝকে, তকতকে করা হয়েছে। ক্যান্টিন চালুর সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে হজ ক্যাম্পের দোতলায়। হজযাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পাসপোর্ট, ভিসা ও অন্য সব সমস্যা সমাধানের সুযোগ যাতে হজযাত্রীরা পেতে পারেন সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে। এদিকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ইনফ্লুয়েঞ্জার টিকা কার্যক্রম ঢাকা মহানগরীর চারটি সরকারি বড় হাসপাতালে শুরু হয়েছে। এ ছাড়া মক্কা ও মদিনায় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ৫১ সদস্যের একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ টিম ২৭ জুলাই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। পরিচালক হজ বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, চাঁদ দেখাসাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ হওয়ার কথা। হজ পালন শেষে হাজীরা ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরতে থাকবেন ১০ অক্টোবর পর্যন্ত। এবার ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট জেদ্দায় যাবে।

সর্বশেষ খবর