শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২০০ ছাত্রের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্ত করবেন শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী।

বৃহস্পতিবার সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আটক করা হয় ১৩ শিক্ষার্থীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

সর্বশেষ খবর