সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফর্মুলা নয়, প্রয়োজন যোগ্য নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক

ফর্মুলা নয়, প্রয়োজন যোগ্য নেতৃত্ব

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ১৯৯১ সালে সবার অংশগ্রহণমূলক নির্বাচন মানে সুশাসন নয়। ৯১ সালের নির্বাচনে আমরা পেয়েছি জঙ্গি হও, তালেবান বানাও, ধর্ষণ কর-নেতা হও, মানি ইজ নো প্রোবলেম; মন্ত্রী হও, এমপি হও, উন্নয়ন মানে হাওয়া ভবন আর খাম্বা বানাও; সুশাসন দেখলাম-বগুড়ার অস্ত্র, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা, ৬৩ জেলায় ৫২৭ বোমা মারা। ফর্মুলা নয়, প্রয়োজন যোগ্য নেতৃত্বের।  গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্য সচিব নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  যুবলীগ চেয়ারম্যান বলেন, দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে সত্য বলতে গেলে বলতে হবে উন্নয়নের জন্য সিঙ্গাপুর যেমন লি কুয়ানকে পেয়েছিল, থাইল্যান্ড যেমন রাজা ভূমিবলকে পেয়েছিল, মালয়েশিয়া মাহাথিরকে পেয়েছিল, বাংলাদেশ তেমনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পেয়েছে। তিনি বলেন, উন্নয়নের দুটি শর্ত— সরকারের ধারাবাহিকতা এবং সরকার পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব। অর্থাৎ জনগণের ক্ষমতায়ন। তিনি বলেন, গ্রামের উন্নয়ন করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের মডেল, দেশে কর্মসংস্থান হচ্ছে। দেশ আজ ব্লু-ইকোনমি, সজীব ওয়াজেদ জয়ের মতো যুবক দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। সায়মা ওয়াজেদ পুতুলের মতো যোগ্য নেতৃত্ব জাতিসংঘের দূত। 

সর্বশেষ খবর