সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

খালেদার বিরুদ্ধে প্রচারণা ষড়যন্ত্রমূলক

নিজস্ব প্রতিবেদক

খালেদার বিরুদ্ধে প্রচারণা ষড়যন্ত্রমূলক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মামলার ভয়ে বেগম খালেদা জিয়া বিদেশ চলে গেছেন, তিনি আর ফিরবেন না— এ ধরনের বক্তব্য ষড়যন্ত্রমূলক প্রচারণা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব কথা বলছেন আওয়ামী লীগ নেতারা। কারণ বেগম জিয়া কবে দেশে ফিরবেন, এটা নির্ভর করবে চিকিৎসকের পরামর্শের ওপর। তা ছাড়া পালিয়ে যাওয়ার রেকর্ড তো আওয়ামী লীগ নেতাদেরই বৈশিষ্ট্য, বিএনপির নয়। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন ড. মোশাররফ। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকমল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগের রূপরেখা বাস্তবায়ন করতেই ইসি এই রোডম্যাপ দিয়েছে। কিন্তু তার আগে সহায়ক সরকারের বিষয়ে ফয়সালা করতে হবে। এ ফয়সালা হতে পারে টেবিলে, ফয়সালা হতে পারে মাঠে। তবে আমরা চাই সহায়ক সরকারের এ ফয়সালা হোক শান্তিপূর্ণভাবে। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রদবদল করা হচ্ছে। কিন্তু কমিশন তা কিছুই জানে না। এ রকম কমিশনের হাতে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।  ‘সংবিধানের বাইরে কিছুই করা যাবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়।

সর্বশেষ খবর