বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বরিশালের সেই বিচারককে বদলির প্রস্তাব সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিরুদ্ধে করা মামলার বিচারক বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইনকে বদলির সুপারিশ করে সরকারের প্রস্তাব সুপ্রিম কোর্টে এসেছে। গতকাল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্টের জিএ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আইন মন্ত্রণালয়কে জানাবে।   এর আগে ইউএনও সালমনকে নাজেহালের ঘটনায় সোমবার বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। এদিকে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’র অভিযোগে ইউএনও’র বিরুদ্ধে করা মামলার নথি খতিয়ে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টে। বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী  হোসাইন সোমবার ওই নথি সুপ্রিম কোর্টে পাঠান। স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ব্যবহারের অভিযোগের মামলায় সমনের পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইনের আদালতে হাজির হন বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও তারিক। ওইদিন শুনানির পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছিলেন তারিকের আইনজীবী মোখলেছুর রহমান খান। এর দুই ঘন্টা পর জামিন পান বলে ইউএনওর দাবি। আদালত অঙ্গনে ইউএনওকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ খবর