বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজিমপুরে দিনদুপুরে র‌্যাব-ছিনতাইকারী বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার আজিমপুরে দিনদুপুরে র‌্যাব সদস্যদের সঙ্গে ‘অস্ত্রধারীদের’ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে আজিমপুর সলিমুল্লাহ এতিমখানা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোশারফ হোসেন ও মনির হোসেন নামের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আহত দুজন পেশাদার ‘ছিনতাইকারী’ দলের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলনকারীদের অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে। আটককৃত প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-১৯৫০৫৭) সামনে ঢাকা মহানগর পুলিশের স্টিকার লাগানো রয়েছে। ওই গাড়ি থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চায়ের দোকানের কর্মচারী সালাম মিয়া এ প্রতিবেদককে বলেন, ভাই প্রথমে আমরা কোনো কিছু বুঝতে পারি নাই। তবে সকাল থেকেই এই এলাকায় র‌্যাব সদস্যদের হাঁটাহাঁটি করতে দেখছিলাম। বিকালে বৃষ্টির মধ্যে হঠাৎ করেই গুলির শব্দ শুনি। তাকাইয়া দেখি, র‌্যাব সদস্যরা একটি প্রাইভেট কার থেকে গুলি খাওয়া দুজনকে বের করছে। র‌্যাব সূত্র জানায়, গত ৭ মে গাজীপুরে ৬৬ লাখ টাকা পরবর্তীতে ১০ জুলাই ওই ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বে ওয়াসিম এ্যাপারেলস-এর ৪০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে এই সিন্ডিকেটের সদস্যরা জড়িত। এর তিন দিন পর এরাই লালবাগে একটি ছিনতাইয়ের উদ্দেশে মিলিত হয়েছিল। এ সময় র‌্যাব সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে তাদের দুজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারেক মারা যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা র?্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন ফারুকী বলেন, গোপন খবরের ভিত্তিতে আমরা সকাল থেকেই আজিমপুর ও লালবাগের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিলাম। ছিনতাইকারীরা দুটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে অপারেশনে যাচ্ছিল। এতিমখানার সামনে আসামাত্র আমরা তাদের ধাওয়া করি। এ সময় তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে এই প্রাইভেটকারটির চাকা পাংচার হলে তারা পালাতে ব্যর্থ হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মনির হোসেনের দাবি, তাকে শাহবাগ থেকে এক ব্যক্তি তিন হাজার টাকায় তার গাড়ি ভাড়া করে। আজিমপুর আসার পর মোশাররফকে তুলে ওই ব্যক্তি নেমে যায়। পরে র‌্যাবের সদস্যরা তাকে এবং মোশারফকে গুলি করে। তার নামে কোথাও কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মোশারফ বলেন, তার বাড়ি ভাসানটেক এলাকায়। তিনি মত্স্য ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তবে কিছুদিন আগে ইয়াবা মামলায় চার মাস জেল খেটে জামিনে বের হয়েছেন। আজ সকালে নিম্ন আদালত এলাকায় গিয়েছিলেন বলে দাবি তার। প্রসঙ্গত, গত ১৩ জুলাই সন্ধ্যায় লালবাগ ঢাকেশ্বরী মন্দিরের সামনের সড়কে র?্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন আহত হন। আহত দুজনের মধ্য একজন হাসপাতালে মারা যান। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহূত একটি গাড়ি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর