বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নেতারা বাধা দিলে আমাকে জানাবেন

নিজস্ব প্রতিবেদক

নেতারা বাধা দিলে আমাকে জানাবেন

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডিসিদের উদ্দেশে বলেছেন, ‘সিদ্ধান্ত বাস্তবায়নে যে নেতা আপনাদের বাধার সৃষ্টি করবে, তাত্ক্ষণিকভাবে তা আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’

ডিসি  সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বিকালে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ডিসিরা আমার কাছে অভিযোগ করেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আইন অনুযায়ী কাজ করতে পারেন না। জবাবে আমি তাদের বলেছি, আমি ওবায়দুল কাদের, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছি— সিদ্ধান্ত বাস্তবায়নে যে নেতা আপনাদের বাধার সৃষ্টি করবে, তাত্ক্ষণিকভাবে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব। ওবায়দুল কাদের বলেন, সরকার, আওয়ামী লীগ ও হাই কোর্টের সিদ্ধান্ত হচ্ছে— দেশের হাইওয়েতে ব্যাটারিচালিত সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলতে পারবে না। ডিসি ও কমিশনারদের এ সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি। গাড়ির হুক, বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আমি বলেছি, এ জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করুন। এটাও বলেছি, এসব সিদ্ধান্ত জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন না হলে তা আলোর মুখ দেখবে না। সেতুমন্ত্রী বলেন, ডিসিদের বলেছি, আপনার জেলায় কোনো না কোনো ভিআইপি থাকবে, মন্ত্রী-এমপি থাকবে, সারাক্ষণ তাদের পেছনে পেছনে প্রটোকল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সারাক্ষণ যদি মন্ত্রী-এমপির পেছনে ছোটেন, তবে জনগণের কথা শুনবেন কখন? আর জনগণের কথা না শুনলে তাদের সেবা দেবেন কীভাবে? মন্ত্রী-এমপিদের পেছনে পেছনে আপনাদের ছোটাছুটির কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটি করবেন না। আপনার পক্ষে একজন প্রতিনিধি এ দায়িত্ব পালন করুক, তাতে কোনো সমস্যা নেই।

সর্বশেষ খবর