বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রমিজ সামনের বছর জলাবদ্ধতা হবে না

খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা দূর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী বছর এবারের মতো দুর্ভোগে পড়তে হবে না। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে জলজটে জনদুর্ভোগ নিয়ে গতকাল সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।  স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা সার্ভে করে দেখেছি, ঢাকা শহরের প্রায় ৪৬ খালের মধ্যে ১৮টি খালের উন্নয়ন করতে হবে। আমি ওয়াসাকে বলেছি, যত বেশি বৃষ্টি হোক না কেন, যাতে তিন ঘণ্টার মধ্যে পানি চলে যায় তার ব্যবস্থা করতে হবে।  মোশাররফ হোসেন বলেন, ‘আজকের পরিস্থিতি অস্বাভাবিক। আমি প্রমিজ করছি, সামনের বছর এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না।’

প্রসঙ্গত, বিকালে জেলা প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠকের পর মন্ত্রী যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও সচিবালয় প্রাঙ্গণ ডুবে ছিল পানিতে।

সর্বশেষ খবর