শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লুটের টাকায় নির্বাচন করবে ওরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

লুটের টাকায় নির্বাচন করবে ওরা

যশোরে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, ‘দেশের সব ব্যাংক থেকে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এক বছরেই ৭৮ হাজার কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। ভবিষ্যতে নির্বাচনে ওরা এই হাজার হাজার লাখ লাখ কোটি লুটের টাকা খরচ করবে।’ তরিকুল দাবি করেন, ‘রাষ্ট্র পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা নেই এ সরকারের। তাদের অভিজ্ঞতা আছে কেবল চুরি করার, লুট করার, ছিনতাই করার।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘হয় আমাদের মরে যেতে হবে, না হলে লড়াই করে বাঁচতে হবে। বেগম খালেদা জিয়া আমাদের লড়াই করে বেঁচে থাকার একটা সুযোগ দিয়েছেন।’ তিনি বলেন, ‘দলকে শক্তিশালী করতে হলে নিজেদের মধ্যে এখনো যে মনোমালিন্য আছে, তা আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলতে হবে। দল শক্তিশালী না হলে আন্দোলনও হবে না, নির্বাচনে জেতাও যাবে না।’ যশোর প্রেস ক্লাব অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তরিকুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

সর্বশেষ খবর