শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অবশেষে সম্মেলন করল ইউনূস সেন্টার

অংশ নিলেন ৫০ দেশের ৪৪৩ বিদেশি

নিজস্ব প্রতিবেদক

শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃস্বরণ— এই তিনটি শূন্য অর্জনে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি যদি একটি গ্রামও বেকারত্বমুক্ত করতে পারি তাহলে আমি নিজেকে সফল মনে করব। এই ছোট সাফল্যই মানুষকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। এরপর তারা শূন্য দারিদ্র্য ও শূন্য নিট কার্বন নিঃস্বরণের লক্ষ্য অর্জনে অগ্রসর হবে। এরপর একটির জায়গায় দুটি গ্রাম, তারপর একটি শহর এবং ক্রমান্বয়ে পুরো দেশে তিন শূন্য’র লক্ষ্য প্রতিষ্ঠিত হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস-২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী বক্তব্যে প্রফেসর ইউনূস এসব কথা বলেন। ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাতিল করা সপ্তম সামাজিক ব্যবসা দিবসে (এসবিডি) অনুষ্ঠিত হতে যাওয়া কয়েকটি অধিবেশন গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। যেসব বিদেশি অতিথি সম্মেলন বাতিলের আগেই ঢাকায় উপস্থিত হন, এই অধিবেশনে তারাই অংশ নেন। এই সম্মেলনটি সাভারের জিরাবো সামাজিক ব্যবসা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পুলিশের অনুমোদন না পাওয়ায় তা বাতিল করা হয়। এর আগে বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক সম্মেলনটির অনুমোদন না দেওয়ার কথা জানিয়ে বলেন, সময়ের অভাবে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। পরে ওইদিন রাতে ইউনূস সেন্টার অনিবার্য কারণে সম্মেলনটি বাতিলের ঘোষণা দেয়। তবে বিভিন্ন দেশ থেকে যেসব প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন তাদের নিয়ে ছোট আকারে অনুষ্ঠান করার কথা জানান। সে অনুযায়ী গতকাল সকাল সাড়ে ১০টায় সম্মেলনের প্রথম সেশন শুরু হয় ফেসবুকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে। ইউনূস সেন্টারের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ৪৪৩ আন্তর্জাতিক অংশগ্রহণকারীকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটা সামাজিক ব্যবসার অনুশীলনকারী, শিক্ষাবিদ এবং উৎসাহীদের একটি সমাবেশ যা আমরা পারিবারিক সমাবেশে ডাকছি। আমরা এই দিনটিকে একসঙ্গে একত্রিত করতে এবং একে অপরকে দেখতে এবং আমাদের মতামত ভাগাভাগি করতে থাকি। তিনি উপস্থিত অতিথি এবং ফেসবুকে যারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে অংশ নেন তাদেরও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, এসডিজি লক্ষ্য অর্জনে সংগ্রামরত  দেশগুলোতে সামাজিক ব্যবসা সবচেয়ে সফল হবে। আরও বক্তব্য রাখেন বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জোয়েল বোওজু, ইতালির এফএও-এর চিফ পার্টনারশিপ ইউনিটের প্রতিনিধি রডরিগো ক্যাস্তানেদা, চায়না একাডেমি ফর ফিনান্সিয়াল ইনক্লুশনের প্রতিনিধি বেই দোওগুয়াং, প্যারিসের মেয়রের প্রতিনিধি নিকোলাস হ্যাজার্ড প্রমুখ। অনুষ্ঠানে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার জন্য ৭টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ে, ইউনিভার্সিটি পুতা মালয়েশিয়া, বেথলেহেম ইউনিভার্সিটি, প্যালেস্টাইন এবং চীনা বিশ্ববিদ্যালয় হংকং (সিইউএইচকিউ) ইউনিন তাদেও নিজ নিজ ক্যাম্পাসে সোশ্যাল বিজনেস সেন্টার চালু করবে।

সর্বশেষ খবর