শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মির্জা ফখরুলের বিবৃতি

চেয়ারপারসনের বিরুদ্ধে প্রচারণা ষড়যন্ত্রমূলক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের মন্ত্রী ও নেতারা ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছেন। জনগণকে বিভ্রান্ত করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিত এই নোংরা অপপ্রচার। এটা ষড়যন্ত্রমূলক। ক্ষমতাসীন মন্ত্রী ও নেতাদের এই মনগড়া অবিরাম অপপ্রচারে দেশের মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত করা যাচ্ছে না বলেই এখন নতুন নতুন উদ্ভট কল্পকাহিনী রচনা করে তা ফেসবুকে পোস্ট করা হচ্ছে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ‘চিকিৎসার উদ্দেশে লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই-এর কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন’—এ প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এটা ষড়যন্ত্র ও অপকৌশলের অংশ হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। ফেসবুকে এ ধরনের একটি সংগঠিত বানোয়াট খবরের সত্যাসত্য যাচাই না করে তা পত্রিকায় প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করে যে কেউ সংবাদের নামে তার মনগড়া ও মিথ্যা কাহিনী পোস্ট করতে পারে বা কারও নির্দেশে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য উদ্ভট তথ্যসংবলিত সংবাদ ছড়াতে পারে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ রকম একটি জঘন্য ও সম্পূর্ণভাবে অসত্য সংবাদ ফেসবুকে পরিকল্পিতভাবে পোস্ট করা হয়েছে। আমি এটিকে একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রেরই অংশ মনে করি। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের এটি আরেকটি অভিনব কৌশল।’

সর্বশেষ খবর